দোয়ারার নরসিংপুর ইউপি চেয়ারম্যানের জার্মান প্রবাসী মায়ের দাফন সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৩, ১:০৩:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : জার্মান প্রবাসী, দোয়ারাবাজার উপজেলার কালাপশী নিবাসী মো: জমির আহমদের স্ত্রী উদয়তারা (৭০)-এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় গ্রামের বাড়িতে নামাজে জানাজাশেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় এলাকার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, গত ১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় জার্মানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন উদয়তারা। মৃত্যুকালে তিনি স্বামী, চার পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বড় ছেলে নূরউদ্দিন আহমদ দোয়ারার নরসিংপুর ইউনিয়নের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান। তার ছোট ছেলে জার্মানিতে বসবাস করেন।
মরহুমা জার্মানিতে স্বামীর সাথে বসবাস করতেন। বিভিন্ন প্রক্রিয়াশেষে গতকাল রোববার ভোরে বিমানযোগে তার লাশ বাংলাদেশে নিয়ে আসেন তার স্বামী। এরপর তার লাশ অ্যাম্বুলেন্সযোগে গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। লাশ দেখে দেশে অবস্থানরত তার স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। সন্ধ্যা সোয়া ৭টায় গ্রামের বাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।