পূবালী ব্যাংকের মানি লন্ডারিং বিষয়ক কর্মশালা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৩, ১:০৪:৫৪ অপরাহ্ন
পূবালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, সিলেট -এর আয়োজনে গত শনিবার মানি লন্ডারিং এন্ড টেরোরিস্ট ফাইনান্সিং বিষয়ক এক কর্মশালা হোটেল স্টার প্যাসিফিকে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যাম সুন্দর বণিক, বিভাগ প্রধান ও উপমহাব্যবস্থাপক, এন্টি মানি লন্ডারিং বিভাগ। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রিন্সিপাল অফিস সিলেট এর মহাব্যবস্থাপক আবু লাইছ মো. শামসুজ্জামান। অঞ্চল প্রধান
হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী মো: শফিউল হাসান, উপমহাব্যবস্থাক ও অঞ্চল প্রধান, সিলেট পূর্বাঞ্চল, ফজলুল কবির চৌধুরী, উপমহাব্যবস্থাক ও অঞ্চল প্রধান, মৌলভীবাজার ও সিলেট পশ্চিমাঞ্চলের অঞ্চল প্রধান (চলতি দায়িত্ব) ও সহকারী মহাব্যবস্থাপক চৌধুরী ইসফাকুর রহমান কোরেশী। এছাড়া ও সিলেট বিভাগের সকল শাখা, উপশাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি