হবিগঞ্জে মেয়ে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৩, ১:১৯:০১ অপরাহ্ন
ডাক ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শ্বশুর নূর আলমকে (৪৫) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। রোববার রাত ৮টায় উপজেলার পানছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নূর আলম পানছড়ি গ্রামের মুন্সেফ উল্লার ছেলে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, নূর আলমের সঙ্গে তার মেয়ের জামাতা সেলিম মিয়ার পারিবারিক কলহ ছিল। এ নিয়ে রোববার রাত ৮টায় ঝগড়ার এক পর্যায়ে সেলিমের ছুরিকাঘাতে নূর আলমের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, খুনের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।