অসুস্থ জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরীকে ঢাকায় প্রেরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৩, ৮:০৩:১৮ অপরাহ্ন
জেলা ও মহানগর বিএনপির দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে এয়ার এম্বুলেন্সে (হেলিকপ্টারে) ঢাকায় প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় নগরীর শাহী ঈদগাহস্থ খেলার মাঠ থেকে এয়ার এম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়। এর আগে রোববার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিকেলেই তাকে নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতে আব্দুল কাইয়ুম চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার বিকেলে তাকে ঢাকায় পাঠানো হয়।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জানান, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি ঘটায় সোমবার বিকেলে তাকে রাজধানী ঢাকার ইবনে সিনা হাসপাতালে ডা. শাহীন উল ইসলামের তত্ত্বাবধানে ভর্তি করা হয়েছে।
জেলা ও মহানগর বিএনপির দোয়া মাহফিল
সিলেট জেলা বিএনপির সভাপতির দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। গতকাল সোমবার বাদ যোহর হযরত শাহজালাল (র.) এর দরগাহ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক এমদাদ হোসাইন চৌধুরী, জেলা সিনিয়র সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, গোলাম রব্বানী, ফখরুল ইসলাম ফারুক, এ কে এম তারেক কালাম, ইকবাল বাহার চৌধুরী, নিজাম উদ্দিন তরফদার, এডভোকেট হাসান পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, আনোয়ার হোসেন মানিক, আব্দুল ওয়াহিদ সুহেল, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, লুৎফুর রহমান, শুয়াইব আহমদ শুয়াইব, নাদির খাঁন, তারেক আহমদ খাঁন, আবুল কাশেম, রফিকুল ইসলাম শাহপরান, মাহবুবুল হক চৌধুরী, এডভোকেট সাঈদ আহমদ, শাকিল মুর্শেদ, এডভোকেট আল আসলাম মুমিন, এডভোকেট মোস্তাক আহমদ, আলী আকবর, আজিজুর রহমান, জালাল খান, আব্দুল মালেক, দেওয়ান আরাফাত খাঁন, আহাদ চৌধুরী শামিম, আব্দুল মালেক,
এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, শামসুর রহমান সুজা, আহমেদ সোলায়মান চেয়ারম্যান, আকবর হোসেন, আফসর খাঁন, সুমেল আহমেদ চৌধুরী, জসিম উদ্দিন, আক্তার হোসেন রাজু, জাহেদ আহমদ, শামসুর রহমান শামিম, আব্দুল করিম জুনাক, তোফায়েল আহমেদ সুহেল, আশরাফুল আলম বাহার, সৈয়দ রহিম আলী রাশু, ডাঃ এনামুল হক, সাইফুল ইসলাম সেফুল, তোফায়েল আহমেদ, আব্দুস সালাম টিপু, মাসরুর রাসেল, জাহাঙ্গীর আলম জীবন, মইনুল হক স্বাধীন, সৈয়দ রাজন আহমদ, মোঃ আকবর আলী, রায়হানুল হক, আব্দুল মজিদ, হারুনুর রশীদ হারুন প্রমুখ।