রাজনীতি লুটেরা আর সিন্ডিকেটের হাতে জিম্মি : এমপি মোকাব্বির খান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৩, ৮:০৮:৪৯ অপরাহ্ন
ডাক ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, রাজনীতি মানেই অর্থ, বিত্তশালী আর গাড়ি-বাড়ির মালিক হওয়ার প্রতিযোগিতা। রাজনীতি আজ লুটেরাদের হাতে। অর্থনীতি সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে জিম্মি। বাংলাদেশের মানুষ ভোট চোর আর ডাকাত চায় না, তারা চায় তাদের গণতান্ত্রিক অধিকার।
রোববার বিকেলে বিশ্বনাথের আতাপুর, বড়ধিরারাই ও সদুরগাঁও এলাকাবাসীর উদ্যোগে আতাপুর মাদরাসায় আয়োজিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমানে অনেকে এমপি হওয়ার সুবাদে হয়তো শত শত বা হাজার কোটি টাকার মালিক হয়েছেন মন্তব্য করে মোকাব্বির খান বলেন, আমার মতো হতভাগা এমপি হয়তো পার্লামেন্টে আর নেই। ঢাকা বা সিলেটে বা বাংলাদেশের কোথাও কোনো স্থাবর সম্পত্তি নেই। সরকারি কোনো ফ্ল্যাট বা প্লটের জন্য আবেদনও করিনি। উত্তরায় একটি বাড়ি কিনলেও এমপি হওয়ার পর অর্থাভাবে বিক্রি করতে বাধ্য হয়েছি। বিলাসবহুল গাড়ি তো দূরের কথা একমাত্র সংসদ সদস্য যার কোনো গাড়িই নেই। ট্যাক্স ফ্রি একটি গাড়ি নেওয়ার সুযোগ থাকলেও সেই গাড়িটি নেইনি এবং সিদ্ধান্ত নিয়েছি গাড়ি নেব না। কারণ বিবেক, নীতি-নৈতিকতার কাছে সেটি স্বস্তিদায়ক মনে হয়নি। তাছাড়া ব্যাংকে এতো টাকাও নেই। একটি ভাড়া গাড়িতে আমি চলাফেরা করি।
গণজমায়েতে সভাপতিত্ব করেন দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর। স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মিজান আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর উদ্দিন, বিশ্বনাথ পৌরসভার কাউন্সিলর মো: সুমন, ইউপি সদস্য শাহ নেওয়াজ চৌধুরী সেলিম, মাদরাসার ক্যাশিয়ার মিজানুর রহমান চৌধুরী মান্না, শিক্ষাসচিব মাওলানা জয়নুল আবেদীন, লুৎফুর রহমান শিকদার, মুহিবুর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন জুবের আহমদ ও ইসলামী সংগীত পরিবেশন করেন মাহদী হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি মোকাব্বির খান মাদরাসার উন্নয়নে ২ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন। একই সাথে নতুন বাজার থেকে কালিগঞ্জ পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা পুননির্মাণের ঘোষণা দেন। এছাড়া বিভিন্ন সড়ক সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিষয়ে অনুষ্ঠানে সুধীজনকে অবহিত করেন।