১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটির সভা
সিলেট-তামাবিল-জাফলং-কানাইঘাট ও গোয়াইনঘাট সড়কে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৩, ১১:১৮:১৩ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটির সভায় সিলেট-টু তামাবিল-জাফলং-কানাইঘাট ও গোয়াইনঘাট সড়কে বাস-মিনিবাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল সোমবার রাতে দরবস্ত বাজার মসজিদ প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জৈন্তিয়া ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মওলা চৌধুরী।
সিলেট তামাবিল জাফলং মহাসড়কের দরবস্তে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হওয়ার ঘটনায় সিলেটের এক পরিবহন নেতা কর্তৃক জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদসহ স্থানীয় ১৭ পরগণার নেতৃবৃন্দের বিরুদ্ধে অশ্লীল বক্তব্য দেওয়া ও নিরাপদ সড়কসহ সিলেট তামাবিল জাফলং সড়কে বাস-মিনিবাস চলাচল বন্ধসহ বিভিন্ন বিষয়ে সালিশ সমন্বয় কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে সিলেট-জাফলং- তামাবিল, সিলেট-কানাইঘাট, সিলেট-গোয়াইনঘাট সড়কে বাস-মিনিবাস চলাচল বন্ধ ঘোষণা করা হয় এবং জৈন্তিয়া ১৭ পরগণাকে কটুক্তিকারী বাস মালিক নেতা ময়নুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।
গত ৭ জুলাই রাতে জৈন্তাপুর উপজেলার দরবস্ত পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে শ্রীখেল এলাকায় বাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হন। এ ঘটনায় ৮ জুলাই রাতে দরবস্ত বাজার মসজিদ প্রাঙ্গনে বৈঠকের সিদ্ধান্তে গত ৯ জুলাই এলাকাবাসী দরবস্ত বাজারে যাত্রীবাহি বাস চলাচলে অবরোধ করার ঘটনাকে কেন্দ্র করে সিলেট জেলা বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি ময়নুল ইসলাম অনলাইনে জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, পুলিশ প্রশাসনসহ স্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে হুমকি ও মামলার ভয় দেখিয়ে অশ্লীল বক্তব্য দেন। এই ঘটনায় বৃহত্তর জৈন্তিয়াবাসী ক্ষোভ প্রকাশ করে নিন্দা জানান। তাৎক্ষণিক বৈঠকের সিদ্ধান্তে গতকাল সোমবার সিলেট-তামাবিল সড়কে বাস-মিনিবাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। যার প্রেক্ষিতে দরবস্তে খরিল পরগণার আহবানে জৈন্তিয়া ১৭ পরগণার এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাওলানা কয়েছ আহমদ, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এনায়েত উল্লাহ, জেলা পরিষদের সাবেক সদস্য মুহিবল হক মুহিব, ইমরান আহমদ সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ইন্তাজ আলী, সুলতান করিম, ফখরুল ইসলাম, নজরুল ইসলাম, কামরুজ্জামান চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী, এবিএম জাকারিয়া, শাহ আলম চৌধুরী তোফায়েল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, মাস্টার এনায়েত উল্লাহ, মাওলানা কবির আহমদ। আগামী বৃহস্পতিবার বাদ জোহর জৈন্তাপুর উপজেলার ১৭ পরগণার পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।