গোয়াইনঘাটে ভারতীয় মদসহ চার জন গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৩, ১১:২৩:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার রাত আটটার দিকে এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার লাঠি গ্রামের হানিফ মিয়ার ছেলে রফিকুল ইসলাম, ঢাকা কেরানীগঞ্জের মানিকনগর গ্রামের ভাসানী মিয়ার ছেলে জুয়েল মিয়া, কেরানীগঞ্জের বেগমাবাদ গ্রামের নরেশ রাজবংশীর ছেলে নকুল রাজবংশী ও ঢাকার সাভার এলাকার ভুলিয়ার পুর গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে জব্বার মিয়া।
গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল বলেন, সোমবার রাত ৮টায় স্থানীয় এলাকাবাসী উপজেলার গুচ্ছগ্রাম এলাকা থেকে ৯ বোতল ভারতীয় মদসহ রফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে।
গোয়াইনঘাট থানা পুলিশের এস আই এমরুল কবীর ও এএসআই সাদ্দাম হোসেন আটক আসামি রফিকুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপর ৩ আসামিকে সিলেট-তামাবিল রোডের জাফলং গ্রিন পার্কের সম্মুখ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ১০ বোতল মদসহ আটক করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।