শান্তিগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৩, ৩:৩৪:১৯ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ শান্তিগঞ্জে দুর্বৃত্তদের দেয়া আগুনে বসতঘর পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। গত সোমবার রাতে উপজেলার জয়কলস ইউনিয়নের আসামপুর গ্রামের মৃত আরজ আলীর ছেলে মাসুক মিয়ার বাংলা ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে আসামপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে সারুফ মিয়া বাদী হয়ে গতকাল মঙ্গলবার শান্তিগঞ্জ থানায় একই গ্রামের প্রতিপক্ষ মৃত ওয়াহাব আলীর ছেলে আব্দুল আলম, মৃত সোনাদন আলীর ছেলে আনাল হোসেন ও মুরাদ হোসেন, মৃত মিয়াধন আলীর ছেলে সাধন আলীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিপক্ষের লোকজন পাশপাশি বসতঘরের বাসিন্দা হওয়ার সুবাদে প্রায় সময়ই কারণে অকারণে অভিযোগকারীসহ তাদের পরিবারের লোকজন জান মালের ক্ষতি সাধনের চেষ্টায় লিপ্ত থাকেন। ঘটনার কিছুদিন পূর্বে প্রতিপক্ষের লোকজন বাদীর পরিবারের লোকজনদের সাথে উগ্র, উচ্ছৃঙ্খল আচরণ-ভয়ভীতি ও জান মালের ক্ষতি সাধনের হুমকি দেন। মাসুক মিয়ার বসতঘরের পূর্ব পার্শ্বে টিনসেড বাংলা ঘর অবস্থিত এবং বাংলা ঘরে ২৫-২৬ মণ বস্তাবন্দি ধান, কাঠ ও ফার্নিচার ছিল। সোমবার দিবাগত রাত প্রায় সাড়ে ৩টার দিকে পূর্ব পার্শ্বের বাংলা ঘরে আগুন জ্বলতে দেখে তারা শোর চিৎকার করেন। এসময় প্রতিপক্ষের লোকজনসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন দ্রুত পালিয়ে যান।
পরে বাড়ির লোকজনসহ আশপাশের লোকজন মিলে ঘণ্টা খানেক চেষ্টার পরে আগুন নিভাতে সক্ষম হন। ততক্ষণে আগুনে সম্পূর্ণ বাংলা ঘর ভস্মীভূত হয়ে যায় এবং ঘরে থাকা ২৫-২৬ মণ ধান, বিভিন্ন ধরনের ফার্নিচার পুড়ে গিয়ে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়। এসময় প্রতিপক্ষের ফেলে যাওয়া একটি খালি পেট্রোল মিশ্রিত বড় প্লাস্টিকের বোতল পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারী সারুফ মিয়া জানান, প্রতিপক্ষের সাথে আমাদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলা চলছে। এরই জের ধরে আমার পিতা বাড়িতে না থাকায় আমাদেরকে আর্থিকভাবে ক্ষতিসাধন করার জন্য ঘরে আগুন দেয়া হয়।
প্রতিপক্ষের আব্দুল আলমের মোবাইল ফোনে বার বার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ চৌধুরী জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।