পরোয়ানাভুক্ত যুদ্ধাপরাধী আব্দুর রশিদ গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৩, ৩:৪০:১১ অপরাহ্ন

ডাক ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আব্দুর রশিদ ওরফে বদ্দিকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার রাতে র্যাব-২ এর একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বাগবের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করেছিলেন।
র্যাব-২ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) শিহাব করিম জানান, মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ এলাকায় পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে আব্দুর রশিদসহ রাজাকার বাহিনীর অন্য সদস্যরা অপহরণ, ধর্ষণ, নির্যাতন, হত্যাকা-সহ মানবতাবিরোধী অপরাধে সরাসরি যুক্ত ছিলেন। তারা ময়মনসিংহের ফুলপুর থানার রামনাথপুর গ্রামের স্বাধীনতাকামী মানুষ ও এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের ওপর নির্যাতন করেন।
তারা চারজন মুক্তিযোদ্ধাকে নির্যাতন চালিয়ে হত্যা এবং একটি হিন্দু পরিবারকে ধর্মান্তরিত হতে বাধ্য করেন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
তিনি জানান, মুক্তিযোদ্ধা হাসান আলীকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করে তারা। এ ছাড়াও আব্দুর রশিদ ও তার সহযোগীরা মিলে এক নারীকে ধর্ষণ করেছেন।
শিহাব করিম আরও জানান, ২০১৯ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা হয়। ওই মামলায় গত বছরের ১৮ জানুয়ারি আব্দুর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।