ওস্তাদ হোসেইন আলীর মৃত্যুবার্ষিকী আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৩, ৪:০৬:৫৯ অপরাহ্ন

সিলেট নূপুর সংগীতালয়ের প্রতিষ্ঠাতা ও সিলেট বেতার কেন্দ্রের প্রাক্তন সংগীত প্রযোজক, বরেণ্য সংগীতজ্ঞ ওস্তাদ হোসেইন আলীর ২৩তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার।
এ উপলক্ষে সিলেট নূপুর সঙ্গীতালয়ের উদ্যোগে বিকেল ৪টায় নগরীর মীরের ময়দানস্থ শ্রীহট্ট সংস্কৃত কলেজ মিলনায়তনে এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এতে সকলের উপস্থিতি কামনা করেছেন সংগীতালয়ের সভাপতি ড. দিলীপ কুমার দাশ চৌধুরী ও পরিচালক কণ্ঠশিল্পী তুহিন আহমদ। বিজ্ঞপ্তি