মৌলভীবাজারে শিক্ষানবিশ আইনজীবী নিখোঁজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৩, ৪:০৯:১৬ অপরাহ্ন
মৌলভীবাজার সংবাদদাতা : লন্ডনের কেয়ার ভিসা পেয়ে বন্ধুর সাথে দেখা করতে গিয়ে মৌলভীবাজারে মিজানুর রহমান (৩৫) নামের শিক্ষানবিশ এক এডভোকেট নিখোঁজ রয়েছেন। গত সোমবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে মৌলভীবাজার যাওয়ার কথা বলে বের হন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। তার কোন খবর পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজনদের বাড়ি ও সম্ভাব্য স্থানে খোঁজ করে কোন সন্ধান পাওয়া যায়নি। বন্ধুর ম্যাসেজ পেয়ে সে বের হয়েছিল। ওই বন্ধুর পরিচয় জানা যায়নি। নিখোঁজ মিজানুর রহমান জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুরিখাল গ্রামের আবুল হাসানের ছেলে। মিজানের স্বজন সাহেদ আহমদ বলেন, তিনি সোমবার সকাল ১০ টায় নিজবাড়ি হতে মৌলভীবাজার শহরে যাওয়ার কথা বলে বের হন। বাড়ি হতে বের হওয়া পরপরই তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। মোবাইল টেকনোলজি ব্যবহার করে জানা গেছে তার মোবাইল ফোন বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, নিখোঁজের ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। পুলিশ তাকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।