সিলেটে পক্ষকালব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন কাল
পরিবেশমন্ত্রী প্রধান অতিথি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৩, ৪:১১:০১ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে পক্ষকালব্যাপীবৃক্ষরোপণ অভিযান ও সিলেট বিভাগীয় বৃক্ষমেলা ২০২৩ এর উদ্বোধন হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। ওই দিন সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। এ উপলক্ষে ওইদিন সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসন কার্যালয় থেকে একটি র্যালি বের হবে। র্যালিটি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে শেষ হবে। এরপর এ মাঠেই বৃক্ষরোপন অভিযান ও সিলেট বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধান অতিথি পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
সিলেট বন বিভাগ জানিয়েছে, ১৫ দিনব্যাপী বৃক্ষমেলায় ৫০টি স্টলে নার্সারি মালিক ও সরকারি বিভিন্ন সংস্থা বনজ, ফলজ, ঔষধি, শোভাবর্ধনকারী, বিপন্ন ও বিরল প্রজাতির চারা প্রদর্শন ও বিক্রয় করবেন। সিলেট বন বিভাগ বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা প্রদর্শনের পাশাপাশি গাছের গুণাগুণ সম্পর্কে সম্যক ধারণা ও পরিচর্যার কৌশল সম্পর্কে জনগণ ও ছাত্রছাত্রীদের পরামর্শ প্রদান করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করবেন এবং সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে বনায়নের লভ্যাংশের চেক বিতরণ করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক মো. মুজিবর রহমান।