ছাতকে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামী গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৩, ৪:১২:৩৬ অপরাহ্ন
ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতকে চেক ডিজঅনারসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার রাতে ছাতক থানার এসআই আবুল কাশেম অভিযান চালিয়ে চেক ডিজঅনার মামলার আসামী ছয়ফুল হককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকোট গ্রামের আব্দুল খালিকের পুত্র। এ ছাড়া, বিভিন্ন মামলার পলাতক আসামী ছাতক শহরের হাসপাতাল রোডের রাধাচরণ দাসের পুত্র রিংকু দাস, ইসলামপুর ইউনিয়নের নিজগাঁও গ্রামের আব্দুল্লাহর পুত্র ইকবাল হোসেন ও একই গ্রামের মৃত সামছুদ্দিন মিয়ার পুত্র পরান হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আদালতে পৃথক মামলা রয়েছে। এদিকে, শহরে চুরি বৃদ্ধির কারণে সোমবার গভীর রাতে ছাতক থানার ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকিরের নেতৃত্বে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে সন্দেহ ভাজন আরো ৪জনকে আটক করা হয়। আটককৃতরা হলো-দোয়ারাবাজার উপজেলার রায়নগর গ্রামের কমর উদ্দিনের পুত্র জায়েদ হোসেন, বরিকান্দি গ্রামের আব্দুল কাদিরের পুত্র আরমান, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বিকুইন্না গ্রামের ইছমত আলীর পুত্র বিল্লাল হোসেন এবং ছাতক শহরের চরেরবন্দ এলাকার ইসলাম উদ্দিনের পুত্র গোলাম আজম।