ঘোষণার ৬ ঘণ্টার মধ্যে সিলেটে ‘পরিবহন ধর্মঘট’ প্রত্যাহার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৩, ৪:১৪:৩০ অপরাহ্ন
ডাক ডেস্ক ॥ জেলা প্রশাসকের দাবি পূরণের আশ্বাসের ভিত্তিতে ঘোষণার ৬ ঘণ্টার মাথায় ‘পরিবহন ধর্মঘট’ প্রত্যাহার করেছেন সিলেটের শ্রমিক নেতারা। গতকাল মঙ্গলবার (১১ জুলাই) রাতে সিলেটের ডাককে বিষয়টি নিশ্চিত করেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।
এর আগে বিকাল সাড়ে ৩টায় বৈঠক করে সিলেট-তামাবিল সড়কে নির্বিঘেœ বাস চলাচল করতে দেওয়া ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান- উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদকে গ্রেফতারের দাবিতে এ কর্মবিরতির ডাক দেয় জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
বিকাল ৪টার দিকে সংগঠনটির সভাপতি ময়নুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন- ‘এই দুই দাবিতে গত দুদিন ধরে সিলেট-তামাবিল সড়কে আমাদের কর্মবিরতি চলছে। কিন্তু আমাদের দাবি পূরণ না হওয়ায় বুধবার ভোর থেকে পুরো সিলেট জেলায় পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। আমাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছে সকল পরিবহন সংগঠন।’
এদিকে, জেলা প্রশাসক মো. মজিবর রহমানের আহ্বানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈঠকে বসেন পরিবহন শ্রমিক নেতারা। এসময় জেলা প্রশাসক তাদের দুটি দাবি বিবেচনা করে দেখবেন বলে জানান। পরে ‘পরিবহন ধর্মঘট’ প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতারা।
একটি সূত্র জানায়, বৈঠকে হাইওয়ে পুলিশের এসপি, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৈঠকে ব্যাপক আলাপ-আলোচনা শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
পরিবহন শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, ‘‘শুক্রবার (৭ জুলাই) রাতে সিলেট-তামাবিল সড়কের দরবস্ত এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত এ সড়কে যাত্রীবাহী বাস চলতে দেননি জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ। তার এ কর্মকান্ডের প্রতিবাদে ও তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে তারা এ কর্মবিরতির ডাক দিয়েছেন।
সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাতে দরবস্ত বাজার মসজিদে ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটি বৈঠক করে। ওই বৈঠকে সিলেট-তামাবিল সড়কে অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের ছাঁটাইয়ের দাবি জানানো হয়। ছাঁটাইয়ের আগ পর্যন্ত রোববার থেকে ওই সড়কে বাস-মিনিবাস চলাচল করতে না দেওয়ার ঘোষণা দেওয়া হয়।