শিবেরবাজারে মাদক বিক্রেতা আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৩, ১২:১৮:৪৮ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ সিলেট শহরতলীর শিবের বাজার এলাকা থেকে মো. রাশেদ (৪৪) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। গতকাল বুধবার বেলা দেড়টায় জালালাবাদ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি চারগাঁও সোনাতলা থেকে তাকে আটক করে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। সে বিশেষ ক্ষমতা আইনে অপর এক মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী। জালালাবাদ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।