লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের সাথে ব্রিটিশ কাউন্সিল কর্মকর্তাদের বৈঠক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৩, ১২:২৫:২৮ অপরাহ্ন
ডাক ডেস্ক ঃ সিলেটে অবস্থানরত কমনওয়েলথ স্কলারদের সাথে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর কর্মকর্তাদের বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় গ্র্যান্ড সিলেট হোটেল এবং রিসোর্ট এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আগামীতে সিলেটে অবস্থানরত কমনওয়েলথ স্কলারদের সমন্বয় করে তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে কিভাবে সিলেটের উন্নয়ন করা যায়, সে বিষয়ে এক ফলপ্রসূ আলোচনা হয়।
আলোচনা পর্বে অংশ নেন কমনওয়েলথ স্কলার লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. সাবিনা ইসলাম, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর উচ্চশিক্ষা গতিশীলতা ব্যবস্থাপক আগাথা গোমস, ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক মো. কফিল হোসেন চৌধুরী প্রমুখ।