সিলেটে পৌঁছেছে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৩, ১২:৪৩:১২ অপরাহ্ন
সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু কাল
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের সাকিব আল হাসান ও আফগানিস্তানের রশিদরা এখন সিলেটে। টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দল গতকাল বুধবার দুপুরের দিকে চায়ের রাজধানী সিলেটে পা রাখেন।
চট্টগ্রামে ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ ও আফগানিস্তান দল। আর সে সিরিজ শেষ হয়েছে মঙ্গলবার। তিন ম্যাচের সিরিজটি শেষ হয়েছে ২-১ ব্যবধানে। বাংলাদেশ দল সিরিজটিতে হেরেছে। আর সিরিজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এবার টি-টোয়েন্টির জন্য তোড়জোড়।
চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শেষ করেই গতকাল বুধবার সেখান থেকে সরাসরি সিলেটের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ ও আফগানিস্তান দল। দুপুর ১টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সাকিব আল হাসান ও রশিদ খানরা।
সিলেটে অবতরণ করার খানিকটা আগেই আসা বৃষ্টি মাথায় নিয়েই এয়ারপোর্টের অদূরে বড়শালা এলাকায় অবস্থিত পাঁচতারকা হোটেল গ্র্যান্ড সিলেটে ওঠে দুই দল। দুই টিম আপাতত হোটেলে বিশ্রামে কাটাবে। আজ বৃহস্পতিবার অনুশীলনে করবে দুই দলই।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামীকাল শুক্রবার। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। এরপর একই মাঠে আগামী শনিবার দ্বিতীয় ও শেষ টি- টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান।