পবিত্র মক্কায় ইমাম সমিতির গোলটেবিল বৈঠক সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২৩, ৩:৩৮:১৯ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার দায়িত্বশীলগণ পবিত্র হজে মক্কায় অবস্থানরত ব্ংালাদেশের উলামায়ে কেরামগণকে নিয়ে গত ৮ জুলাই হোটেল আজিয়াদে এক গোলটেবিল বৈঠকের আয়োজন করেন। বৈঠকে পবিত্র হজে কিছু অসংগতিপূর্ণ মাসায়িল নিয়ে আলোচনা করা হয়। আলোচিত বিষয়ের মধ্যে ছিল পবিত্র মাতাফে জুতা নিয়ে তাওয়াফ করা, যেখানে সেখানে সংযোগ ছাড়া জামাতে শরীক হওয়া, পুরুষ নামাজীদের মাঝখানে মহিলাদের নামাজ, মুসল্লিদের সামনে রেখে ইমাম পিছনে দাঁড়ানো, মসজিদুল হারামে জায়গা খালি রেখে মুসল্লীদেরকে খোলা আকাশে প্রচন্ড রোদে নামাজে বাধ্য করা, পুরুষ-মহিলার তাওয়াফ একত্রে করা ও মোবাইলের অপব্যবহার করা এবং প্রচন্ড ভিড়ে অসুস্থ ও দুর্বলদের হুইল চেয়ার চলাচলে অন্যদের ক্ষতি করা।
ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা কারী সিরাজুল ইসলামের পরিচালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। মূল আলোচনায় অংশগ্রহণ করেন শায়খুল হাদিস আল্লামা মুফতি মুজিবুর রহমান, মুফতি আব্দুল বাছিত কাসেমী ভারত, মুফতি ফুজায়েল আহমদ, মুফতি এসাম উদ্দীন, মাওলানা নূর আহমদ কাসেমী, মাওলানা আব্দুল মান্নান, মওলানা আব্দুল্লাহ শাহজাহান, মাওলানা রেজওয়ান আহমদ, মাওলানা কাজি শফিকুল ইসলাম, মাওলানা মাশুক আহমদ প্রমুখ।
আলোচনা করে উপস্থিত প্রত্যেক একমত হয়ে ইমাম সমিতির নেতৃবৃন্দকে কার্যকরি পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়। সভাপতির বক্তব্যে মাওলানা হাবীব আহমদ শিহাব বলেন, বিষয়গুলো সকল হাজীর জন্য খুবই প্রয়োজন। কারণ, মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে আসেন। এখানে এসে যদি নামাজ তাওয়াফসহ অন্যান্য ইবাদতগুলো বিশুদ্ধভাবে আদায় করা না যায়, তাহলে এর চেয়ে নিরাশার আর কিছু নেই। এজন্য ইমাম সমিতি বিষয়গুলো আরবি ভাষায় অনুবাদ করে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে অথবা সৌদি আওকাফের মাধ্যমে যথাযথভাবে কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে বলে সভায় জানানো হয়।-বিজ্ঞপ্তি