সিলেটে ইইউ প্রতিনিধি দলের ব্যস্ত সময় পার
সিলেট সিটি নির্বাচনে ভোটের হার নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের হতাশা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৩, ৪:০৭:৪২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, পুলিশ সুপার, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এবং জেলা প্রশাসকের সাথে পৃথক বেঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদল। গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিনিধি দলের সদস্যরা সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা ও পুলিশ সুপারের সাথে বৈঠক করেন । এরপর বিকেলে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সাথে মতবিনিময় করেন তারা। রুদ্ধদ্বার এসব বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকগুলোতে সিলেট সিটি কর্পোরেশনসহ সাম্প্রতিক অনুষ্ঠিত সকল নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশের অধিকার, ভোটার উপস্থিতি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মতবিনিময় শেষে জেলা প্রশাসক মো. মজিবর রহমান সংবাদিকদের বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইইউর পর্যবেক্ষক আসবেন। মূলতঃ তারা কিভাবে কাজ করবেন সেই বিষয়ে আলোচনা করেছেন তারা।
জেলা প্রশাসক জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কোন সমস্যা আছে কিনা তা জানতে চেয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা। সেই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের পরিবেশ জানতে চেয়েছেন তারা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, আমরা প্রতিনিধি দলের সদস্যদের আশ্বস্ত করে জানিয়েছি, কিছুদিন আগেই আমাদের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনটি অত্যন্ত শান্তিপূর্ণ হয়েছে এবং এতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা সহিংসতা ঘটেনি। আমাদের আন্তঃবিভাগীয় সমন্বয় রয়েছে। যে কারণে বিগত সিটি কর্পোরেশন নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে। একইভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনও অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে ইইউ প্রতিনিধিদলকে জানান জেলা প্রশাসক। তবে গত জুনে অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৬ শতাংশ ভোট পড়া ইইউ প্রতিনিধিদের কাছে কিছুটা কম মনে হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
বৈঠকগুলোতে ঢাকার বাইরে রাজনৈতিক দলগুলোর নির্বাচনকেন্দ্রিক অবস্থানের খোঁজ খবর নিয়েছেন তারা।
এরআগে সকালে নগরভবনে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে বৈঠক করে নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল। সকাল ১০ টায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হকের সাথে নগর ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হকের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। আগামী জাতীয় নির্বাচনে সিলেটে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ মিশনের একটি দল পর্যবেক্ষক হিসেবে কাজ করবে বলে জানান ইইউ প্রতিনিধিরা। বৈঠকে তারা সিটি কর্পোরেশনের সহযোগিতা প্রত্যাশা করেন। সিসিকের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক।
বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন ২০২৩ এর, ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) সেবাস্টিন রিগার ব্রণ, নির্বাচন ও রাজনীতি বিষয়ক এক্সপার্ট দিমিত্রা আয়ানউ, সিকিউরিটি এক্সপার্ট ইয়ান মিলার, লিগ্যাল এক্সপার্ট ক্রিস্টিনা আলভেস, লজিস্টিক এক্সপার্ট ক্রিস্টপার চ্যামেইন, প্রোগ্রাম ম্যানেজার মেরি-হেলিন এন্ডারলিন, তানজা নাদের প্রমুখ।
দুই সপ্তাহের সফরে বাংলাদেশ এসেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। গত শনিবার থেকে রোববার ভোরের মধ্যে আলাদাভাবে বাংলাদেশ আসে দলটি। রোববার থেকে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু হয়। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনসহ পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন তারা।