প্রবাসী ডা. আশফাক চৌধুরীকে মৌলভীবাজার সমিতির সংবর্ধনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৩, ৪:১৮:৩১ অপরাহ্ন
আমেরিকার নিউইয়র্কে কর্মরত চাইল্ড স্পেশালিস্ট, কমলগঞ্জের কৃতী সন্তান ডা. আশফাকুর রহমান চৌধুরীকে মৌলভীবাজার সমিতি সিলেট এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বুধবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
মৌলভীবাজার সমিতি সিলেটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মৃগেন কুমার দাস চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমিতির সহ সভাপতি প্রফেসর ডা. হেলাল উদ্দিন ও লায়ন শামীম আরা বেগম বেবী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সমিতির শিক্ষা ট্রাস্টের সদস্য মো. মুহিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মফিক আলী, অর্থ সম্পাদক এডভোকেট সাইফুর রহমান, ক্রীড়া সম্পাদক একেএম ওয়াহিদুর জগলু, দপ্তর সম্পাদক অঞ্জন কুমার দাস, প্রচার সম্পাদক শহিদুর রহমান স্বপন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফজলুল হক সুহেল, সমাজ সেবা সম্পাদক বাবুল সিদ্দিকি, কার্যনির্বাহী পরিষদ
সদস্য সৈয়দ মহসিন হোসেন ও এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, সংবর্ধিত অতিথি ডা. আশফাকের সহধর্মিণী, মেয়ে, বোন ও ভগ্নিপতি এবং ডা. আশফাকের সহপাঠী ও বন্ধুদের মধ্যে ডা. আব্দুল লতিফ রেণু, ডা. অর্চনা দেব, ডা. পুলিন বিহারী পীযুষ, ডা. কামরুল ইসলাম চৌধুরী, ডা. আতিকুল ইসলাম বুলবুল, ডা. সাইফুল ইসলাম মামুন, ডা. মুজাহিদ আহমদ, ডা. আনোয়ার হোসেন, নূরজাহান মেমোরিয়াল কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল বায়েছ ও আব্দুল আজিজ, রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মুহিবুল হক, উত্তর বিশ্বনাথ কলেজের প্রভাষক খয়ের আহমদ, ব্যাংকার সৈয়দ মুর্শেদ আহমদ ও আব্দুল ওয়াহিদ, অধ্যক্ষ নীলকান্ত নীলু, আবুল হোসেন, কৃষিবিদ বিজিত কুমার আচার্য্য, দুরুদ মোহাম্মদ, অনন্ত দেবনাথ, আহমেদ লাভলু ও ইছরাব আলী কলেজের প্রভাষক আশরাফুজ্জামান খান প্রমুখ। বিজ্ঞপ্তি