সিলেটে সমষ্টির উদ্যোগে তিনদিনব্যাপী নির্বাচন বিষয়ক রিপোর্টিং কর্মশালা সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৩, ৪:৪০:০০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি’র অ্যাডভান্সিং লোকাল ইলেক্টোরাল রিপোর্টিং (অ্যালার্ট) শীর্ষক প্রকল্পের আওতায় সিলেটে অনুষ্ঠিত হলো তিনদিনব্যাপী নির্বাচন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ। সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ শেষ হয় বুধবার।
নগরীর একটি হোটেলে আয়োজিত এ কর্মশালায় বাংলাদেশে নির্বাচন বিষয়ে গণমাধ্যমের ভূমিকা: বর্তমান কভারেজের প্রবণতা,চ্যালেঞ্জ ও করণীয়, নির্বাচন বিষয়ক ইস্যুভিত্তিক রিপোর্টিং, নির্বাচনী আইন ও প্রক্রিয়া, রিপোর্টিংয়ের ক্ষেত্রে সাংবাদিকদের আচরণবিধি, ঝুঁকি ও নিরাপত্তা, রিপোর্টিংয়ের ধাপসমূহ, জেন্ডার সংবেদনশীলতা, সাক্ষাৎকার ও ডাটা জার্নালিজম ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়।
এতে প্রশিক্ষণ সঞ্চালক ছিলেন-সমষ্টির পরিচালক ও চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ এডিটর মীর মাসরুর জামান। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন-সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন, সারাবেলার বিশেষ প্রতিনিধি শাহনাজ পারভিন এলিস। কর্মশালার সমন্বয়কারী ছিলেন জাহিদুল হক খান। ব্যবস্থাপনা সহযোগী ছিলেন-সমষ্টির প্রোগ্রাম কোঅর্ডিনেটর সাজিয়া আফরিন, দৈনিক কালবেলার সিলেট ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদী ও যায়য়ায়দিনের স্টাফ রিপোর্টার আবু নাসের মঞ্জু।
কর্মশালায় সিলেট বিভাগের চার জেলার ২৫ জন সাংবাদিক অংশ নেন।
প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও ইন্টারনিউজ ইউরোপ – এর সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়ন করছে সমষ্টি।