সৌদিতে প্রাইভেট কার কেড়ে নিল বাংলাদেশি শ্রমিকের প্রাণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৩, ৫:১৭:৩৪ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ সৌদি আরবে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ হারালেন আলী হোসেন (৩৫) নামের এক বাংলাদেশি শ্রমিক। তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তিংগেরগাঁও গ্রামের মৃত আব্দুস ছোবহানের পুত্র।
নিহতের স্বজনরা জানান, জীবিকার তাগিদে গত ৫ বছর পূর্বে সৌদি আরবে পাড়ি দেন আলী হোসেন। মাস তিনেক আগে দ্বিতীয়বার ছুটি কাটিয়ে আবারো কর্মক্ষেত্রে চলে যান তিনি। সেখানে মাজরায় (ফসলের মাঠে) কাজ করতেন তিনি। গত বুধবার সন্ধ্যায় ভিসার মেয়াদ বাড়াতে মোটরসাইকেলে চড়ে কফিলের অফিসে যাচ্ছিলেন আলী হোসেন।
তার আকস্মিক মৃত্যুতে স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে ও তার পরিবারের সদস্যসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।