কোম্পানীগঞ্জে বেড় জালে উঠে এলো নিখোঁজ শ্রমিকের লাশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৩, ৫:৩০:৪২ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: কোম্পানীগঞ্জে হাওরে নৌকাডুবে নিখোঁজের ৩২ ঘণ্টা পর পাথর শ্রমিক ফরিদ মিয়ার (৪২) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটায় স্থানীয়রা বেড় জাল ফেলে লম্বাকান্দি গ্রামের দক্ষিণে ধুলিয়া সাতবিলা হাওরের বেড়িবাঁধ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশ গিয়ে বিকেল ৪টায় মরদেহটি থানায় নিয়ে আসে। এর আগে বুধবার সকাল সোয়া ৬টায় ধুলিয়া সাতবিলা হাওরে নৌকাডুবির ঘটনা ঘটে।
নিহত ফরিদ কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের লম্বাকান্দি গ্রামের মৃত ছায়েব আলীর পুত্র। তিনি ছাতক উপজেলার ইছামতী নদীতে চুনাপাথর শ্রমিক হিসেবে কাজ করতেন।
লম্বাকান্দি গ্রামের ইকরামুল হক, জব্বার খান, শফিকুল ইসলাম ও কালা মিয়া জানান, একটি নৌকায় করে লম্বাকান্দি ও ধুপড়িয়াকান্দির ৪৫ জন পাথর শ্রমিক গত বুধবার ভোরে ছাতক উপজেলার ইছামতী নদীতে যাচ্ছিলেন। লম্বাকান্দি গ্রামের দক্ষিণে ধুলিয়া সাতবিলা হাওরের বেড়িবাঁধের নিকটে নৌকাটি পৌঁছালে স্রোত ও বাতাসের তীব্রতায় উল্টে যায়। এ সময় সবাই সাঁতরে পারে উঠলেও ফরিদ মিয়া তলিয়ে যান। স্থানীয় লোকজন ও ফরিদের পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। পরে ডুবুরি দল সেখানে উদ্ধার অভিযান চালালেও ফরিদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে গতকাল স্থানীয়রা বেড় জাল ফেললে তাতে নিহতের মরদেহ উঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ গ্রহণ করে। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, বেড় জালে উঠা লাশ আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।