রেজিস্টারি মাঠে জামায়াতের শনিবারের জনসভা সফলে প্রচারপত্র বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৩, ৫:৩২:৫৯ অপরাহ্ন
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, পাতানো নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার আর কোন ষড়যন্ত্র জাতি মেনে নিবেনা। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় জাতি আজ ঐক্যবদ্ধ। আর কোন টালাবাহানা নয়, অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের উদ্যোগ নিন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি ও বন্ধ সকল গণমাধ্যমসমূহ খুলে দিন। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি বাস্তবায়নে ঐতিহাসিক রেজিস্টারি মাঠে শনিবারের জনসভা সফল করতে সিলেটবাসী সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।
তিনি বৃহস্পতিবার দিনভর নগরীর বন্দরবাজার-আম্বরখানা এলাকাসহ বিভিন্ন স্থানে আগামীকাল শনিবার সিলেট রেজিস্টারি মাঠে জামায়াতের জনসভা সফলের লক্ষ্যে প্রচারপত্র বিতরণকালে উপরোক্ত কথা বলেন। এদিকে দিনভর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নগরীর শাহী ঈদগাহ পয়েন্ট, কদমতলী পয়েন্ট, মদিনা মার্কেট পয়েন্টসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে শনিবারের জনসভা সফলের আহ্বান জানিয়ে জামায়াত নেতৃবৃন্দ বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বাধাগ্রস্ত করতেই আমীরে জামায়াতসহ শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। আইন ও মানবাধিকারের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে উচ্চ আদালত থেকে সকল মামলায় জামিন লাভের পরও মিথ্যা মামলায় জামায়াত নেতৃবৃন্দকে আটকে রাখা হচ্ছে। ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্তি, আমীরে জামায়াতসহ জাতীয় নেতৃবৃন্দ ও আলেম-উলামাদের মুক্তির দাবিতে শনিবার রেজিস্টারি মাঠের জনসভা সর্বাত্মকভাবে সফল করতে সিলেটবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’ বিজ্ঞপ্তি