সিলেটে চতুর্থ মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা
সাবেক রাষ্ট্রপতি এরশাদ দেশের উন্নয়নে অনন্য দিকপাল ছিলেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৩, ৪:০২:২৫ অপরাহ্ন

ডাক ডেস্ক : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী গতকাল শুক্রবার সিলেটেও পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে আলোচনা সভা ও এরশাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পৃথক আলোচনা সভায় বক্তারা বলেছেন “দেশের সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। বাংলাদেশের উন্নয়নে ছিলেন অনন্য এক দিকপাল। তার ৯ বছরের শাসনামলে মানুষ সর্বক্ষেত্রেই ছিল সুখী। তিনি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নসহ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার মৃত্যুতে জাতি একজন বলিষ্ঠ দেশপ্রেমিক নেতাকে হারিয়েছে”।
জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগর : হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গনে জাতীয় পার্টি সিলেট জেলা, মহানগর, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী।
সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাব্বির আহমদের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, কেন্দ্রীয় সদস্য হাজী মাহমুদ আলী, মহানগর জাপা নেতা সেবুল আহমদ তালুকদার, মুরাদ আহমদ শাহীন, জাহাঙ্গীর খান, রুহুল আমিন হাওলাদার, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহ্বায়ক মরতুজা আহমদ চৌধুরী, যুব সংহতির মহানগর সভাপতি সুফিয়ান খান, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম তাপাদার, যুব সংহতি নেতা আব্দুল হান্নান রুমন, স্বেচ্ছাসেবক পার্টি নেতা সুমন আহমদ প্রমুখ।
সিলেট সদর উপজেলা : হুসেইন মুহম্মদ এরশাদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি সিলেট সদর উপজেলা ও জাতীয় ছাত্র সমাজ সিলেট বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর হযরত শাহপরান (রহ.) গেইট জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সদর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিক আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক শেখ আফরোজ আলী রিপন, সদস্য সচিব সাজ্জাদ মিয়া, যুগ্ম আহ্বায়ক ইসমাইল আলী খছরু, কাইয়ুম খান, সদর উপজেলা জাতীয় পার্টির শাহীন আহমদ, সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক মিসবাহ উদ্দিন, দেলোয়ার হোসেন, কাসিম, আল আমিন, নুর মিয়া, মুকিত প্রমুখ।
জৈন্তাপুর : জৈন্তাপুর থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জৈন্তাপুর উপজেলার শুক্রবারী বাজারে গতকাল সাবেক রাষ্ট্রপতি হোসাইন মুহম্মদ এরশাদের মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে স্থানীয় জাতীয় পার্টির কার্যালয়ে পবিত্র কোরআনে খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শ্রমিক পার্টির সভাপতি ও জাপা নেতা মকবুল আলীর সভাপতিত্বে ও শ্রমিক নেতা হাজি বাদশা মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তÍুতি কমিটির মুখপাত্র মুজিবুর রহমান ডালিম। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা জাপার সাবেক সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফয়সল আহমদ স¤্রাট, জেলা যুব সংহতি নেতা সেলিম আহমদ, আব্দুল আহাদ, তরুন পার্টির সিলেট জেলা যুগ্ম আহবায়ক সাজ্জাদুর রহমান, সম্মেলন প্রস্তÍতি কমিটি সিলেট বিভাগীয় কমিটির সদস্য আব্দুল জলিল, জাহাঙ্গীর মেম্বার, গিয়াস উদ্দিন, শ্রমিক পার্টির নেতা আমিন আহমদ, মুহিবুর রহমান, জালাল উদ্দীন নয়ন।