শাল্লায় উপজেলা চেয়ারম্যান আল আমিন চৌধুরী
জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৩, ৪:২৯:৪৩ অপরাহ্ন
শাল্লা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: শাল্লা উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গত শুক্রবার ১১টায় উপজেলা অডিটোরিয়ামে বর্ধিত সভার উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সুয়েব চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু।
এ সময় বক্তারা বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এর আগে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে হবে। কাউন্সিলের মাধ্যমে কমিটি করলে গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে নেতৃত্ব তৈরি হবে। বক্তারা আরো বলেন, কুচক্রী মহল আওয়ামী লীগের উন্নয়ন ও কার্যক্রম ঠেকাতে চায়। এজন্য সবাই মিলে তা প্রতিহত করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিগত নির্বাচনেও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে, এবারও হচ্ছে। স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে দল যাকেই মনোনয়ন দিবে, তাকেই বিজয়ী করতে হবে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি মোঃ সেলিম আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ পানি বিষয়ক সম্পাদক জামিল আহমেদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট একে এম শরীফ উদ্দিন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, ইউপি চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনামুল বারী লেলিন।
এ সময় উপস্থিত ছিলেন বাহাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পিযুস কান্তি দাস, আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক, যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী অপু, ফেনী ভূষণ সরকার, ফখরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিহির কান্তি রায়, স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য পলাশ সরকার পল্টু, হুমায়ুন কবির, সৌরভ চৌধুরী, অমল তালুকদার, রাফিজুল ইসলাম, ইকবাল তালুকদার, ছাত্রলীগ নেতা মোঃ শামীম মিয়া, এস এম জুয়েল, লুৎফর রহমান মাছুম প্রমুখ।