গোয়াইনঘাটে অটোরিক্সা দুর্ঘটনায় শিশু নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৩, ৪:৩০:৫০ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) থকে নিজস্ব সংবাদদাতা : গোয়াইনঘাটের জাফলংয়ে ব্যাটারি চালিত অটোরিক্সা দুর্ঘটনায় হাফসা আক্তার নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে জাফলং চা-বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফসা উপজেলার নলজুরি আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা জাহাঙ্গীর আলমের মেয়ে ও স্থানীয় গুচ্ছগ্রাম বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, গতকাল শুক্রবার বেলা ১২ টার দিকে জাফলং থেকে রাধানগর যাওয়ার পথে জাফলং চা-বাগান এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। সেখান থেকে গুরুতর আহত হাফসাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে. এম. নজরু বলেন, আমরা ঘটনা শুনেছি। আমাদের কাছে কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।