সিলেটে জামায়াতকে জনসভার অনুমতি দেয়নি পুলিশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৩, ৪:৩২:১৭ অপরাহ্ন
৭ নেতা-কর্মী আটক ঃ আজ সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার : সিলেটে জনসভার অনুমতি পায়নি জামায়াতে ইসলামী। পুলিশ বলছে, নাশকতার আশঙ্কা থাকায় এ জনসভার অনুমতি দেয়া হয়নি। এরপরও সমবেত হওয়ার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেয়া হবে। জামায়াত বলছে, আজ শনিবারের শান্তিপূর্ণ জনসভা আয়োজনে প্রশাসনকর্তৃক অনুমতি না দেয়ায় সিলেটবাসী বিস্মিত, হতবাক। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলে কিছু নেই।
জানা যায়, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ শনিবার নগরীর রেজিস্ট্রারি মাঠে ‘দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, লোডশেডিং বন্ধ, আমিরসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামায়ে কেরামের মুক্তি, কেয়ারটেকার সরকার ব্যবস্থাসহ ১০ দফা দাবিতে সিলেট মহানগর জামায়াত এক সমাবেশ আহ্বান করে। সমাবেশ সফলের জন্য তারা ব্যাপক প্রচারণাও চালায়। এর আগে ৫ জুলাই মহানগর পুলিশকে অনুমতি চেয়ে চিঠিও দেয় মহানগর জামায়াত। সেখানে নগরীর রেজিস্ট্রি মাঠে জমায়েত হওয়ার সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু গতকাল শুক্রবার সেই মাঠ থেকে দলের ৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বেলা ১১টার দিকে তাদের আটক করা হয়। তবে, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
আটকদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বিয়ানীবাজার উপজেলার খশির গ্রামের সিদ্দিক আহমদের ছেলে মহানগর জামায়াত নেতা আজিজুল ইসলাম (৪৩), বালাগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এ এস এম রুবেল (২৩), কানাইঘাটের বড়দেশ গ্রামের আলী আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), মহানগরের উত্তর বাগবাড়ি এলাকার মরহুম এরফান উদ্দিনের ছেলে আবুবকর সিদ্দিক (৫৮) ও সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বাগেরকোনা গ্রামের মরহুম আব্দুল জব্বারের ছেলে সাইদুল ইসলাম (৩৮)।
জামায়াত নেতারা অভিযোগ করেন, জনসভার স্থান নগরীর রেজিস্ট্রারি মাঠ পরিদর্শন শেষে ফেরার সময় পুলিশ এই ৭ জনকে আটক করে নিয়ে যায়। আটকদের বিরুদ্ধে কোনো মামলা বা আদালতের পরোয়ানা ছিল না। রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আটকরা কোনো নাশকতায় জড়িত কিনা, সেটি খতিয়ে দেখছে পুলিশ। আটকদের সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সিলেট মহানগর পুলিশের কমিশনার ইলিয়াছ শরীফ বলেন, জামায়াতের সমাবেশে নাশকতার আশঙ্কা রয়েছে, তাই অনুমতি দেওয়া হবে না। এটা তাদেরকে জানানো হয়েছে। তবে, যদি অনুমতি ছাড়া সমাবেশ করা হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
এদিকে, পূর্বনির্ধারিত জনসভা নিয়ে আজ শনিবার বেলা ১২টায় সংবাদ সম্মেলন আহ্বান করেছে মহানগর জামায়াত। ওই সংবাদ সম্মেলনের মাধ্যমে মহানগর জামায়াতের পক্ষ থেকে বিস্তারিত তুলে ধরা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী।