সিলেট জেলা ও মহানগর বিএনপির প্রস্তুতি সভা
সরকারের পতনের একদফা দাবিতে ১৮ জুলাইয়ের পদযাত্রা সফল করুন —–নাসিম হোসাইন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৩, ৪:৩৫:০৭ অপরাহ্ন
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনে গণতন্ত্র পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার স্বার্থে জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে। সরকারের বিরুদ্ধে চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে তার অভীষ্ট লক্ষ্যে পৌছানোর স্বার্থে বিএনপির আন্দোলন অব্যাহত রয়েছে। সরকার পতনের একদফা আন্দোলন সফল না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবেনা।
গতকাল শুক্রবার রাতে নগরীর তাঁতীপাড়াস্থ নগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগামী ১৮ জুলাই ১ দফা দাবিতে বিএনপি কেন্দ্রঘোষিত পদযাত্রা কর্মসূচী সফলের লক্ষ্যে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা ও মহানগর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসাইন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মিসবাহ উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈন উদ্দিন সোহেল, নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির উপদেষ্টা সুরমান আলী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইসতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, এডভোকেট আবু তাহের, আনোয়ার হোসেইন মানিক, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক
এডভোকেট আল আসলাম মুমিন, মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক শামিম মজুমদার, জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান আজিজ, ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমদ রানু, মৎস্য বিষয়ক সম্পাদক জালাল খান, সহ সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, সহ ক্রিড়া বিষয়ক সম্পাদক সুমেল আহমদ, মহানগর বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক, নুরুল ইসলাম ও সামসুল ইসলাম ফয়সল প্রমুখ। সভা শেষে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর আশু রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি