বৃষ্টি ও বন্যায় উত্তরপশ্চিম ভারতে মৃতের সংখ্যা বেড়ে ১৪৮
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৩, ৪:৪৩:২৫ অপরাহ্ন
ডাক ডেস্ক : ভারতের উত্তরপশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে ছয় দিন আগে শুরু হওয়ার টানা বৃষ্টির তীব্রতা কমতে শুরু করেছে। তবে, থামার আভাস পাওয়া যায়নি। ব্যাপক বৃষ্টির ফলে বিভিন্ন দুর্ঘটনায় এখানে মৃতের সংখ্যা ১৪৮ জনে দাঁড়িয়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, হিমাচলে এ পর্যন্ত ৯১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কয়েক হাজার কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাকৃতিক এ দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিমাচল প্রদেশ ও উত্তরাখ- রাজ্য।
উত্তরাখ-ে ১৬ জন, হরিয়ানায় ১৬ জন, উত্তর প্রদেশে ১৪ জন এবং পাঞ্জাবে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) এসব রাজ্যে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তরাখ-ে ১৭ জুলাই পর্যন্ত ভারি বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে তারা।
হিমাচল ও উত্তরাখ-ে পানির তোড়ে বেশ কয়েকটি সড়ক ধসে পড়ায় এবং ভূমিধসে অনেকগুলো সড়ক বন্ধ হয়ে যাওয়ায় এই দুই রাজ্যে বহু পর্যটক আটকা পড়েছেন। তবে ইতোমধ্যে অনেককে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আইএমডির আবহাওয়া বিজ্ঞানী সুরেন্দ্র পাল বলেছেন, ইতোমধ্যে প্রচুর বৃষ্টি হওয়ায় মাটি অত্যন্ত নরম হয়ে পড়েছে আর এর জলধারণ ক্ষমতা কমে গেছে। এতে পাহাড়ি এলাকাগুলোতে বন্যা ও ধসের সম্ভাবনা আরও বেড়েছে।
এদিকে, টানা বর্ষণে যমুনা নদীর পানি বেড়ে সৃষ্ট বন্যায় ভারতের সুপ্রিম কোর্টসহ রাজধানী দিল্লির বেশকিছু এলাকা ডুবে গেছে। এতে জনজীবনে ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে। উপচে পড়া যমুনার পানিতে রাজধানীর রাস্তা-ঘাট তলিয়ে যাওয়ায় স্কুল-কলেজ, শশ্মান এমনকি পানি শোধনাগারও বন্ধ ঘোষণা করেছে দিল্লি সরকার। রাজধানীর কিছু এলাকায় খাবার পানির সংকট ও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীর সহায়তা চেয়েছেন।