সরকারের হেডকোয়ার্টার্স দখল করবো: মির্জা ফখরুল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৩, ৫:০১:১২ অপরাহ্ন
ডাক ডেস্ক : ‘অবৈধ সরকারের হেডকোয়ার্টার্স দখল করবো’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারের বিরুদ্ধে লড়বো।’
গতকাল শুক্রবার নোয়াখালীতে পদযাত্রা-পূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ঐক্যবদ্ধ হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আর সময় নাই। সরকারের আর কোনো সময় নাই। পরিষ্কারভাবে বলছি, সুবোধ বালকের মতো ক্ষমতা ছেড়ে দিয়ে পদত্যাগ করে, সংসদ বিলুপ্ত করে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। শেষ কথা, ভালো ভালোই পদত্যাগ করুন।’ তিনি বলেন, ‘নতুন সূর্য এবার উঠবেই উঠবে ইনশাআল্লাহ’।
বর্তমান সরকারের অত্যাচারের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ‘কথা বললেও মামলা, না বললেও মামলা। সব নেতাকর্মীদের নামেই মামলা দিয়েছে এই সরকার। মারামারি করে তারা, আর মামলা দেয় আমাদের নামে।
এ সময় তিনি কুমিল্লার লাকসামে বিএনপি নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনা তুলে বলেন, ‘এটা শুধু কুমিল্লা নয়, সারা দেশে আওয়ামী লীগের একই চরিত্র’।