কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ধারালো ছোরাসহ ১ জন আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৩, ৫:০৩:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ধারালো ছোরাসহ ১ জন আটক হয়েছে। আটক নাঈম আহমদ (২৫) আখালিয়ার সিকন্দর আলীর পুত্র।
পুলিশ জানায়, আটক ব্যক্তি গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী। গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে পুলিশ আটক করতে গেলে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তার শয়ন কক্ষের বিছানার তোষকের নিচে থাকা লম্বা ধারালো ছোরা নিয়ে পুলিশকে ভয় দেখায়। এই ধারালো ছোরাটি জব্ধ করে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।