মাধবপুরে থানার ভেতরে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২৩, ৫:০৫:৩৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : মাধবপুরে থানার ভেতরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামের হেলাল মিয়া ও আলিফ খার মধ্যে একটি রাস্তার গার্ডওয়াল নির্মাণ নিয়ে বিরোধ ছিল। এ ঘটনা মীমাংসার জন্য দুপুরে মাধবপুর
থানার সভাকক্ষে বৈঠক চলছিল। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক জানান, বিরোধ মীমাংসার সময় দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হন। তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে এ মামলায় উভয়পক্ষের ১৪ জনকে গ্রেফতার দেখানো হয়।