দেশব্যাপী উন্নয়নের মহাযজ্ঞ চলছে —ড. জয়া সেনগুপ্তা এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৩, ৪:০৭:০১ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা: দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা এসেছে, তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার শক্তি মজবুত হয়েছে। তিনি এখন বিশ্বের দ্বিতীয় ক্ষমতাধর প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়নে গতি রয়েছে। দেশব্যাপী উন্নয়নের মহাযজ্ঞ চলছে উল্লেখ করে জয়া সেনগুপ্তা বলেন, তৃণমূল নেতাকর্মীদের সম্প্রীতি ও একতাই দলের মূল শক্তি। সম্প্রীতি আর একতাই অগ্রগতি ও উন্নয়নের পথকে সুগম করে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।
গতকাল শনিবার বিকাল ৪টায় দিরাই উপজেলার তাড়ল ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে টেলিফোন বাজারে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাবেক সহ সভাপতি সিরাজ-উদ-দৌলা তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার প্রমুখ।