সিলেটের নবনির্বাচিত মেয়রের সাথে লিডিং ইউনিভার্সিটির উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৩, ১২:৪৬:৫৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মওলা। গতকাল শনিবার মেয়রের বাসভবনে সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
মেয়র সিলেটে কারিগরি বিষয়ে উচ্চশিক্ষায় মানোন্নয়নসহ সিলেটের উন্নয়ন ইস্যুতে পরামর্শমূলক মতবিনিময় করেন। আলোচনায় সিলেটের উন্নয়ন প্রচেষ্টায় মেয়রকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য।
এসময় সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের প্রেস, তথ্য, সংস্কৃতি ও শিক্ষা সচিব মানস কুমার মুস্তাফি উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশ নেন।