দোয়ারাবাজারে বসছে রমরমা জুয়ার আসর!
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৩, ১২:৫৫:৫৭ অপরাহ্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: দোয়ারাবাজারে প্রতিনিয়ত বসছে রমরমা অবৈধ জুয়ার আসর। মনে হয়, এ যেন একেকটি মিনি ক্যাসিনো। দিনরাত সমানতালে চলছে এসব জুয়ার আড্ডা।
উপজেলার বিভিন্ন এলাকার উঠতি যুবকসহ মধ্যবয়সী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যুক্ত হচ্ছেন এসব জুয়ার আসরে। ঝুঁকে পড়ছে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও। পাশাপাশি চলছে রাতভর মাদক সেবন। মূলত এসব জুয়াড়ির মাধ্যমে হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছেন সমাজের সকল পেশার লোকজন। এ সমস্ত অনৈতিক কর্মকা-ে শুধু এলাকার পরিবেশই নষ্ট হচ্ছে না, ধ্বংস হচ্ছে কোমলমতি শিশু-কিশোরদের অনাগত ভবিষ্যৎ। নেশার স্বর্গরাজ্যে ডুবে থাকা স্কুল-কলেজের শিক্ষার্থীদের অনেকেই জুয়া ও মাদকের টাকা না পেয়ে মা-বাবাকে নির্যাতন করছে, চুরি-ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। তাদের উৎপাতে বাড়ির আঙিনার শাক-সবজিসহ পুকুরের মাছও রক্ষা পায়নি। এসবের প্রতিবাদ করেও মিলছে না প্রতিকার। তবে প্রশাসন বলছে, জুয়া ও মাদক নির্মূলে নিয়মিত টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মাঠগাঁও, এরোয়াখাই, চকবাজার, ফতেপুর, তিলুরাকান্দি, চকিরঘাট, বোগলাবাজার ইউনিয়নের নোয়াডর, কাঁঠালবাড়ী, বহরগাঁও, বাংলাবাজার ইউনিয়নের বড়ইউরিসহ উপজেলার বিভিন্ন গ্রামের দোকান, ঘর-বাড়ি, বিদ্যালয়ের বারান্দা, শ্রেণিকক্ষ, নদীতট, খেয়াঘাট, রাস্তার পাশে ও ফাঁকা ঘরসহ লোকচক্ষুর আড়ালে জুয়ার আসর বসে বলে অভিযোগ স্থানীয়দের।
এরুয়াখাই গ্রামের মোফাজ্জল হোসেন মিলন বলেন, আমাদের গ্রাম তথা চকবাজারের আশপাশে কতিপয় গোপনীয় আস্তানা, বিশেষ করে চকবাজারের পশ্চিমে স্কুল রোডের পাশসহ বিভিন্ন স্থানে সমাজের দায়িত্বশীলদের দৃষ্টির অগোচরে প্রতিনিয়ত বসছে রমরমা জুয়ার আসর। এতে প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া খেলা হচ্ছে। তিনি এসব অনৈতিক কর্মকা- কঠোর হস্তে দমনের লক্ষে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, জুয়াড়ি ধরাসহ সমাজের সকল অপরাধ নির্মূলে পুলিশ প্রশাসন সর্বদা অভিযান চালিয়ে যাচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।