শেষ টুয়েন্টি/টুয়েন্টি আজ সিরিজ ২-০ ব্যবধানে জিততে চায় বাংলাদেশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৩, ১২:৫৮:০২ অপরাহ্ন

বদরুদ্দোজা বদর
বাংলাদেশ ও আফগানিস্তানের দুই সিরিজ আন্তর্জাতিক টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের শেষ ম্যাচ আজ। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচে আফগানদের হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ মাঠে নামবে টাইগাররা।
নাটকীয়ভাবে শেষ ওভারে প্রথম ম্যাচ জিতে একটি উজ্জীবিত দল হিসেবেই আজ মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন হলো ব্যাটিং দুর্বলতা কতটা সামলে উঠতে পারবে তারা। লিটনের সাথে ওপেনিংয়ে দীর্ঘ সময় জুটি গড়তে পারেন না কেউই। আফগানদের ১৫৫ রানের টার্গেট তাড়া করতে গিয়ে রনি তালুকদার মাত্র ৪ রান করে আউট হয়ে যান। এ রকম হলে শান্ত সাকিবদের উপর বাড়তি চাপ পড়ে যায়। তৌহিদ হৃদয়ের সাথে শামিম হোসেনের অসাধারণ পার্টনারশিপ প্রত্যেকদিন গড়ে উঠবে না। সুতরাং সবাই দায়িত্বশীল ব্যাটিং করলে বাংলাদেশের বড় ইনিংস গড়া কঠিন কোন কাজই না। একথা বলা হয়তো বাড়াবাড়ি হয়ে যাবে, কারণ অত্যন্ত শক্তিশালী বোলিং স্কোয়াডের বিরুদ্ধে ব্যাট করতে হবে তাদেরকে। ফারুকি, মুজিব ওমরজঙ্গি, মোহাম্মদ নবী আর রশিদ খান সবাই চমৎকার বোলিং করেন। করিম জানাত তো শুক্রবারের ম্যাচে শেষ ওভারে হেট্রিক করে চরম বিপদে ফেলে দিয়েছিলেন বাংলাদেশকে। অপরদিকে ক্যাপ্টেন সাকিব নিজে এবং মুস্তাফিজ, তাসকিন, শরিফুল, মিরাজ ও নাসুম তাদের সেরা বোলিং উপহার দিলে আজও গুরবাজ, জাজাইদের অল্প রানেই বিদায় নিতে হবে।
শ্রাবণের অঝোর বর্ষণের সম্ভাবনা আজও থাকবে। তারপরও টাইগারদের উৎসাহ দিতে আজও মাঠে উপস্থিত থাকবেন ক্রিকেট পাগল দর্শকরা।