কাইয়ুম চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৩, ১:০২:২১ অপরাহ্ন

ডাক ডেস্ক : রাজধানীর ইবনে সিনা স্পেশালাইজ্ড হসপিটালে চিকিৎসাধীন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী’র শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ২/১ দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা হবে। শনিবার চিকিৎসকের বরাত দিয়ে জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম এ তথ্য জানিয়েছেন।
আব্দুল কাইয়ুম চৌধুরীকে গত ১০ জুলাই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা জানান। শারীরিক অবস্থা পর্যালোচনা করে নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন এবং দ্রুততার সাথেই চিকিৎসকরা যকৃতের সফল সার্জারী সম্পন্ন করেন।
বর্তমানে তিনি লিভার ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোঃ শাহিনুল আলম এর তত্বাবধানে রয়েছেন। তার সবগুলো রিপোর্টই পজিটিভ বলে চিকিৎসক জানিয়েছেন।
গত ৯ জুলাই সিলেটে বিএনপির তারুণ্যের সমাবেশ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগে ভর্তি করা হয় এ বিএনপি নেতাকে। পরবর্তীতে আইসিউতে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় প্রেরণ করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী জানান, জেলা সভাপতি আগের চেয়ে ভালো আছেন।
কাইয়ুম চৌধুরীর সহধর্মিণী সৈয়দা তাসলিমা আজিজ অসুস্থ অবস্থায় বৃহত্তর সিলেটের জনগণ, পেশাজীবি, সামাজিক ও প্রবাসী বিভিন্ন সংগঠন-তার স্বামীর প্রতি যে সমবেদনা দেখিয়েছেন-এজন্য পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।