সিলেট তামাবিল-জাফলং মহাসড়কে বাস বর্জন কর্মসূচি অব্যাহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৩, ১:০৫:৫১ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: সিলেট তামাবিল-জাফলং মহাসড়কে জৈন্তিয়া ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে যাত্রীবাহী বাস-মিনিবাস গাড়ি বর্জন কর্মসূচি অব্যাহত রয়েছে। সংগঠনের তিন দফা কর্মসূচি বাস্তবায়নে মানববন্ধন, প্রতিবাদ সভা সহ কর্মসূচি পালন করছেন এ অঞ্চলের লোকজন।
১৫ জুলাই শনিবার জৈন্তাপুর উপজেলার প্রবেশদ্বার জৈন্তিয়া গেইট সংলগ্ন এলাকায় চিকনাগুলবাসীর আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। অনুরুপ কর্মসূচি পালন করা হয় জৈন্তাপুর উপজেলা সদর, দরবস্ত ও কানাইঘাট উপজেলার চতুল বাজারে। এসব কর্মসূচি’তে এলাকার জনপ্রতিনিধি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
এদিকে, তামাবিল জাফলং মহাসড়কে বিচ্ছিন্ন ভাবে কয়েক’টি যাত্রীবাহী বাস চলাচল করলেও সাধারণ জনগণ ১৭ পরগণার সিদ্ধান্তকে সম্মান ও সমর্থন করে বাস বর্জন কর্মসূচি পালন করছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।