সুনামগঞ্জ জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক
সেতুর পাটাতন খুলে যান চলাচল বন্ধ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৩, ৪:৪৬:১৬ অপরাহ্ন
জগন্নাথপুর সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলা অংশের নলজুর নদের কাটাগাঙ্গের ওপর বেইলি সেতুর পাটাতন আবারও খুলে গেছে। এতে করে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঝুঁকি নিয়ে অটোরিকশা সহ ছোট ছোট যান চলাচল করছে। গতকাল রোববার সকাল থেকে সেতুর পাটাতন খুলে ফাঁক হওয়ায় আতঙ্ক দেখা দেয় এবং রাজধানীতে যাতায়াতকারী বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরিবহন শ্রমিকরা ঝুঁকি এড়াতে সেতুর পাটাতনে লাল কাপড় দিয়ে খুঁটি গেড়ে রেখেছেন। এরপরও ঝুঁকি নিয়ে অটোরিকশা সহ ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে।
সরেজমিনে নলজুর নদের কাটাগাঙ্গের সেতুতে গিয়ে দেখা গেছে, সুনামগঞ্জ থেকে ঢাকাগামী সড়কের বেইলি সেতুর চারটি পাটাতনের জোড়া খুলে ফাঁক হয়ে গেছে। একটি পাটাতন আরেকটির ওপরে গিয়ে উঠেছে। সেতুর একপাড়ে বড় বড় পরিবহনের কয়েকটি গাড়ি আটক থাকলেও ঝুঁকি নিয়েই রানীগঞ্জ থেকে জগন্নাথপুরগামী অটোরিকশা চলাচল করছে।
এলাকাবাসী ও সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্র জানান, গত বছরের নভেম্বর মাসে সিলেট বিভাগের দীর্ঘতম রানীগঞ্জ সেতুসহ সড়কের আটটি সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের মাধ্যমে সড়ক দিয়ে সরাসরি রাজধানীর সঙ্গে যোগাযোগ শুরু হয়। এ সড়ক দিয়ে সুনামগঞ্জ থেকে ৫২ কিলোমিটার কম সময়ে রাজধানীতে যাতায়াত করতে বড় বড় পরিবহনের যাত্রীবাহী বাস চলাচল করছে। সড়কের ভমভমি ও কাটাগাঙ্গের ওপর দুটি বেইলি সেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় সড়ক দিয়ে প্রায়ই যান চলাচল বিঘিœত হয়।
জগন্নাথপুর উপজেলা পরিবহন শ্রমিক নেতা নিজামুল করিম জানান, আঞ্চলিক এ মহাসড়ক চালুর পর থেকে দিন দিন গাড়ির সংখ্যা বাড়ছে। বড় বড় পরিবহনের সব কোম্পানির বাস সার্ভিস ছাড়াও এ সড়ক দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য জগন্নাথপুর তথা জেলা শহরে আসছে। কাটাগাঙ্গের সেতুটি জোড়াতালি দিয়ে চালুর কারণে প্রায়ই যান চলাচল বিঘিœত হয়। দ্রুত নতুন সেতু নির্মাণ দরকার।
জগন্নাথপুর উপজেলা নাগরিক ফোরামের আহ্বায়ক নুরুল হক বলেন, ৫২ কিলোমিটার কম দূরত্বে সুনামগঞ্জবাসীকে রাজধানীতে যাতায়াত করার সুযোগ মাত্র একটি বেইলি সেতুর কারণে বিঘিœত হচ্ছে। ঝুঁকি নিয়ে কাটাগাঙ্গের সেতুটি পার হতে ভয় করে। তিনি বলেন, প্রায়ই পাাটাতন খুলে নদীতে পড়ে যায়। রোববার সকাল থেকে পাটাতন খুলে যান চলাচল বিঘিœত হয়।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, সুনামগঞ্জ জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের দুই বেইলি সেতুর মধ্যে ভমভমি বাজার এলাকার বেইলি সেতুর সাড়ে আট কোটি টাকা ব্যয়ে দরপত্র প্রক্রিয়া শেষ করে কাজ শুরু হয়েছে। কাটাগাঙ্গের ওপর বেইলি সেতুতে নতুন সেতু নির্মাণের প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। রোববার সেতুর পাটাতন খুলে যাওয়ার খবর পেয়ে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।