নতুন মেয়রের মধ্যস্থতায় ১৭ পরগণা ও পরিবহন শ্রমিক ইউনিয়নের মধ্যে সৃষ্ট অচলাবস্থার অবসান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৩, ৪:৫১:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর মধ্যস্থতায় জৈন্তিয়া ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটি ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মধ্যকার বিরোধের আপাত অবসান হয়েছে। গতকাল রোববার রাতে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের অফিসে অনুষ্ঠিত দু’পক্ষের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গতরাতে সিলেটের ডাক-এর সাথে আলাপকালে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বিষয়টি সমাধান হয়েছে বলে জানান তিনি। তিনি জানান, নতুন মেয়র বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছেন। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, দুর্ঘটনা কবলিত বাসের মালিক জৈন্তাপুরে নিহত ৫ জনের পরিবারকে ৫০হাজার টাকা করে প্রদান করবেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আজ সোমবার বিকেলে তারা বুধবার থেকে সিলেট বিভাগে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেবেন।
জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটির প্রতিনিধিত্বকারী কামাল আহমদ জানান, বৈঠকে উভয়পক্ষের ‘মনের মিল’ হয়েছে। আজ বিকেল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে তার ধারণা ।
এর আগে গতকাল রোববার জৈন্তাপুরের ঐতিহাসিক ডেফল তলায় পরগণার বৈঠকে উপস্থিত হয়ে বিষয়টি আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তির প্রস্তাব দেন সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। জৈন্তিয়া ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটি’র সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরীর নিকট এই অঞ্চলের রীতি অনুযায়ী ‘পান বাটা’ দিয়ে চলমান ঘটনার বিষয়ে নিষ্পত্তির প্রস্তাব দেন নবনির্বাচিত মেয়র।
এরপর উদ্ভুত পরিস্থিতি নিরসনে গতকাল রোববার রাত সিলেটের পুলিশ সুপার কার্যালয়ে সালিশ বৈঠক বসে। দুই ঘন্টাব্যাপী বৈঠক শেষ হয় রাত ১১টায়।
প্রসঙ্গত, গত শুক্রবার জৈন্তাপুরে বাসের ধাক্কায় ৫ অটোরিক্সা যাত্রী নিহতের ঘটনায় পরিবহন শ্রমিক ইউনিয়ন ও জৈন্তাপুর ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটির মধ্যে অচলাবস্থা দেখা দেয়।