বালাগঞ্জে মিনি পার্কের উদ্বোধন
প্রত্যেকটি ইউনিয়নে একটি করে পার্ক স্থাপন করা হবে —হাবিবুর রহমান হাবিব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৩, ৫:০২:৪৪ অপরাহ্ন
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, ‘বালাগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নে একটি করে পার্ক নির্মাণ করা হবে। যেখানে তরুণ প্রজন্মের জন্য বিনোদনের ব্যবস্থা থাকবে। তারা অবসরে সেখানে সময় কাটাতে পারবে এবং খেলাধুলা ও শরীর চর্চার সুযোগ পাবেন।’
গতকাল রোববার বালাগঞ্জে বড়ভাঙ্গা নদীর রেগুলেটর এর পাশে নির্মিত হাবিবুর রহমান হাবিব মিনি পার্কের উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথা বলেন।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদের সভাপতিত্বে ও বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নয়ন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বালাগঞ্জ উপজেলা পরিষদ এর নির্বাহী অফিসার রোজিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, সহ-সভাপতি এম এ মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ, জেলা পরিষদ সদস্য নাছির উদ্দীন, বালাগঞ্জ উপজেলা ইঞ্জিনিয়ার মুস্তাকিন শরিফ শাঈদ, বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রমা প্রসাদ প্রমুখ।-বিজ্ঞপ্তি