জেলা ও মহানগর বিএনপির পদযাত্রা কাল
সরকার পতনের এক দফা দাবিতে জাতি ঐক্যবদ্ধ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৩, ৫:১৩:০২ অপরাহ্ন
সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেট জেলা ও মহানগর বিএনপির পদযাত্রা আগামীকাল মঙ্গলবার বেলা ২টায় নগরীর রেজিস্ট্রি মাঠ থেকে শুরু হবে। কর্মসূচি সফল করতে সিলেট বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠন নিজ নিজ প্রস্তুতি গ্রহণ করেছে। কর্মসূচি সফল করতে সিলেট জেলার অন্তর্ভুক্ত ১৩টি উপজেলা ও ৫টি পৌর বিএনপি এবং সকল ইউনিটের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। এদিকে, কর্মসূচি সফল করতে ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মহানগর বিএনপির প্রস্তুতি সভা গত শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘অবৈধ সরকারের দিন ফুরিয়ে এসেছে। সরকারের পতনের এক দফা দাবিতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। নিরপেক্ষ সরকার ছাড়া আওয়ামী লীগের অধীনে আর কোন পাতানো নির্বাচন হতে দেয়া হবে না। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার স্বার্থে সিলেট জেলা ও মহানগর বিএনপি ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে দেশপ্রেমিক সিলেটবাসীকে শামিল করতে ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় মহানগর বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও মহানগর আওতাধীন সকল ওয়ার্ড কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, ১ম যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জেলা ও মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মিসবাহ উদ্দিন, নজিবুর রহমান নজিব, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হুমায়ুন আহমদ মাসুক, মতিউল বারী চৌধুরী খোর্শেদ, মুফতি নেহাল উদ্দিন, মহানগর ওয়ার্ড সভাপতিবৃন্দের মধ্যে থেকে আমির হোসেন, নিহার রঞ্জন দাস, নাজিম উদ্দিন, আব্দুল ওয়াদুদ মিলন, আব্দুর রহিম মল্লিক, শেখ কবির আহমদ, মুফতি রায়হান উদ্দিন মুন্না. সাদিকুর রহমান সাদিক, মিজান আহমদ, আহমেদ মঞ্জুরুল হাসান মঞ্জু, সোয়াইব আহমদ শোয়েব, খায়রুল ইসলাম খায়ের, তারেক আহমদ খান, লুৎফুর রহমান চৌধুরী, লুৎফুর রহমান মোহনা, মির্জা বেলায়েত আহমদ লিটন, মোঃ বাচ্ছু মিয়া, মোঃ আব্দুল হাকিম, সবুর আহমদ, সাধারণ সম্পাদকদের মধ্যে থেকে মোঃ ফয়েজ উদ্দিন মুরাদ, রকিবুল ইসলাম রকিব, নুরুল ইসলাম, দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, মোঃ সাব্বির আহমদ, আব্দুল মালেক সেকু,
আবু সাঈদ মোঃ তায়েফ, আব্দুল মান্নান, সুলেমান হোসেন সুমন, সৈয়দ লোকমানুজ্জামান, সৈয়দ রহিম আলী রাসু, রাজিব কুমার দে রাজু, জমজম বাদশা, মোঃ কামাল আহমদ, রুবেল বক্স, মোঃ মিনহাজ পাঠান, মোঃ বেলাল উদ্দিন, আব্দুস সবুর রাসেল, সিনিয়র সহ-সভাপতিদের মধ্যে থেকে শোয়েব আহমদ, সিরাজ উদ্দিন, আল হেলাল, পিয়ার উদ্দিন পিয়ার, আব্দুল আজিজ, মানিকুর রহমান মানিক, শামীম আহমদ লুকমান, মোবারক হোসেন, হায়দার আহমদ হারুন, ইকবাল কামাল, সাংগঠনিক সম্পাদকদের মধ্যে থেকে আব্দুল মোমিন, মুহিবুর রহমান মুহিব, মতিউর রহমান শিমুল, সৈয়দ ফয়েজ আহমদ প্রমুখ। কর্মসূচি সফল করতে জেলা ও মহানগর যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ। গতকাল রোববার এক জরুরী বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন সিলেট জেলা ও মহানগর যুবদলের সকল নেতাকর্মী, ১৩টি উপজেলা, ৫টি পৌর এবং মহানগরীর ২৭টি ওয়ার্ড নেতৃবৃন্দকে যথাসময়ে নগরীর পুরানলেন (ডায়বেটিক হাসপাতালের গলি) এর মুখে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন।-বিজ্ঞপ্তি