২২ জুলাই সিলেটে খেলাফত মজলিসের বিভাগীয় সমাবেশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৩, ৫:১৬:০৭ অপরাহ্ন
অনুমতি পেলে পুলিশ কমিশনার অফিসে দলের প্রতিনিধি দল
ডাক ডেস্ক : নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ আর্থ-সামাজিক, শিক্ষা ও রাজনৈতিক সংকট নিরসনসহ ৮ দফা দাবিতে ২২ জুলাই সিলেটের রেজিস্ট্রি মাঠে বিভাগীয় সমাবেশ আহ্বান করেছে খেলাফত মজলিস। এ লক্ষ্যে দলের পক্ষ থেকে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
এদিকে, রেজিস্ট্রি মাঠে সমাবেশের অনুমতি নিতে রোববার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কার্যালয়ে যান খেলাফত মজলিস জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। এ নিয়ে তারা উপ-কমিশনার (সিটি এসবি)-এর সাথে বৈঠক করেন। বৈঠকশেষে দলের নেতারা জানিয়েছেন, তারা সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ-সভাপতি মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম, জেলার সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন। মহানগরীর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ, মাসুদ আহমদ, প্রচার সম্পাদক আফজাল হোসাইন কামিল প্রমুখ।
জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন জানান, ২২ জুলাই বেলা ২টায় বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের। বিশেষ অতিথি থাকবেন দলের নায়েবে আমির মাওলানা শায়খ মজদুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মুমিন ও মোস্তাফিজুর রহমান ফয়সল ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুজ্জামান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন দলের যুগ্ম মহাসচিব ও সিলেট বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী মুহাম্মদ মুনতাসির আলী।