ওসমানীনগরে গাঁজাসহ আটক ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৩, ২:৫৫:৩৭ অপরাহ্ন

ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : ওসমানীনগরে ৮৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সাদিক মিয়া (৫০) উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের পূর্ব সিরাজনগর গ্রামের মৃত তরিক মিয়ার পুত্র। গত শনিবার রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার এসআই সবিনয় বৈদ্যের নেতৃত্বে পূর্ব সিরাজনগর গ্রামের মাদক বিক্রেতা সাদিক মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় সাদিক মিয়ার তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গতকাল রোববার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।