বানিয়াচংয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৩, ৩:০৪:০১ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : বানিয়াচং উপজেলায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার মনদরী ইউনিয়নের উত্তর সাঙ্গর গ্রামে এ ঘটনাটি ঘটে। মারা যাওয়া দুই বোন ঐ গ্রামের কাজী আমিরুল ইসলামের মেয়ে মাহমুদা আক্তার (৪) ও কাজী ইমরানের মেয়ে ফাতেমা আক্তার (৩)।
স্থানীয়রা জানান, মাহমুদা আক্তার ও ফাতেমা আক্তার গতকাল দুপুরে ঘর থেকে বের হয়। অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে একপর্যায়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশের বাড়িঘরে সন্ধান না পেয়ে স্বজনরা বাড়ির পাশে পুকুরে তাদের সন্ধান করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুসমিতা সাহা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।