এসএমপি’র গ্র্যান্ড মাস্টার প্যারেড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০২৩, ৩:০৪:৫৩ অপরাহ্ন

ডাক ডেস্ক : সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি’র) গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে গতকাল রোববার। সকাল ৮টায় এসএমপি পুলিশ লাইন্স মাঠে এই প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেড কমান্ডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. ইয়াহইয়া আল-মামুনের নেতৃত্বে এবং সুসজ্জিত বাদক দলের সমন্বয়ে প্যারেডটি সুশৃঙ্খলভাবে পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফকে সালাম প্রদান করে। শেষে পুলিশ কমিশনার উক্ত প্যারেড পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ইএন্ডডি) মুহম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারি পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জগণ, আর আই পুলিশ লাইন্স, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।
পুলিশ কমিশনার বলেন,প্যারেডে উপস্থিত সকলকে নিয়মিত শারীরিক প্রশিক্ষণ-প্যারেডের মানোন্নয়নের মাধ্যমে শারীরিক সুস্থতা বজায় রাখতে হবে। দক্ষতা ও পেশাদারিত্বের সাথে আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ডিউটি করার দিক নির্দেশনা প্রদান করেন তিনি।