প্রতিষ্ঠাবার্ষিকীর এই লগ্নে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৩, ৩:২৬:৩০ অপরাহ্ন
মিথ্যাবাদির শাস্তি এই নয় যে, তাকে কেউ বিশ্বাস করে না, সে নিজেই কাউকে বিশ্বাস করতে পারে না। -জর্জ বার্নার্ডশ
আজ ১৮ই জুলাই। দৈনিক সিলেটের ডাক এর প্রতিষ্ঠাবার্ষিকী। আজ থেকে ৩৯ বছর আগে আজকের এই দিনে সিলেটের কোটি মানুষের মুখপাত্র দৈনিক সিলেটের ডাক প্রকাশিত হয়। সংবাদপত্রের জন্য রীতিমতো একটা প্রতিকূল পরিবেশেই প্রকাশিত হয় পত্রিকাটি।সনাতন পদ্ধতির লেটার প্রেসে টেডল মেশিনে ছেপে পত্রিকার প্রকাশনা শুরু হয়। পরবর্তীতে দীর্ঘ চড়াই উৎরাই পেরিয়ে দৈনিক সিলেটের ডাক এখন অত্যাধুনিক অফসেট প্রেসে ঝকঝকে ছাপা হয়ে পৌঁছে যাচ্ছে পাঠকের হাতে। পত্রিকার জন্মের শুভলগ্নে পাঠক, গ্রাহক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়িসহ সকলকে জানাচ্ছি অভিনন্দন।
সংবাদপত্র আর সাংবাদিকতার সামনে প্রতিনিয়ত বিরাজ করে নানা চ্যালেঞ্জ। প্রকৃতঅর্থে এই পেশা সর্বদাই ঝুঁকিপূর্ণ। আর নানা কারণে সেই ঝুঁকির মাত্রা দিন দিন বেড়েই চলেছে। সামাজিক কিংবা রাজনৈতিক অস্থিরতায় সংবাদপত্র তথা মিডিয়ার কদর যেমন বেড়ে যায়, তেমনি বেড়ে যায় সংবাদপত্র ও সাংবাদিকদের ঝুঁকি। অনেক সময়ই ব্যক্তি, গোষ্ঠি বা কোন মহলের রোষানলের শিকার হতে হয় সংবাদপত্র ও সাংবাদিককে। যার পরিণতিতে বন্ধ হয় পত্রিকা; আবার অনেক সময় খুন, নির্যাতনেরও শিকার হতে হয় সংবাদকর্মিদের। এই চিত্র নতুন নয়। অতীতেও ছিলো। বলা যায়, শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বেই মিডিয়াকে এই পরিস্থতির শিকার হতে হচ্ছে। দৈনিক সিলেটের ডাকও এগিয়ে যাচ্ছে নানামূখি সমস্যাকে মোকাবেলা করে। দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় সর্বমহলে বিশ্বস্ততার ঈর্ষনীয় অবস্থান তৈরি হয়েছে বলেই আমরা সব বাধা টপকাতে সক্ষম হচ্ছি। বর্তমানে প্রিন্টমিডিয়ার সামনে নতুন আরেকটি চ্যালেঞ্জ দাঁড়িয়েছে। সেটা হলো অনলাইন মিডিয়া। তথ্যপ্রযুক্তির কল্যাণে দ্রুত প্রসার ঘটছে অনলাইন ও ভার্চুয়াল মিডিয়া। এর পাঠক ও দর্শক সংখ্যা বেড়ে চলেছে। প্রিন্টমিডিয়াগুলো যুগপৎভাবে অনলাইন ভার্সনও বের করছে। আমরাও এর বাইরে নেই। দৈনিক সিলেটের ডাক এর অনলাইন সংস্করণের পাঠকসংখ্যাও বাড়ছে। শুধু তাই নয়, প্রিন্টমিডিয়াকে বিগত কয়েক বছর ধরে অন্যান্য সমস্যাবলির সঙ্গে সঙ্গে বৈশ্বিক মহামারি করোনাকেও মোকাবেলা করতে হচ্ছে। এই সময়ে বড় ধরণের ধ্বস নেমেছে প্রিন্টমিডিয়ায়। সর্বোপরি, নিউজপ্রিন্টসহ অন্যান্য সামগ্রির মাত্রাতারিক্ত দাম বেড়ে যাওয়ায় পত্রিকা প্রকাশনার ব্যয় বেড়েছে অতীতের সব রেকর্ড ভঙ্গ করে। এইসব প্রতিবন্ধকতাকে সামাল দিয়েই আমাদের এগিয়ে যেতে হচ্ছে।
একটা দৈনিক পত্রিকার একটানা প্রকাশনার চার দশক পূর্তি-এটা চাট্টিখানি কথা নয়। প্রায় সময়ই দেশে বিদেশে ঐতিহ্যবাহি অনেক পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। দৈনিক সিলেটের ডাক তার ঐতিহ্যকে ধারণ করে এখনও টিকে আছে; আর সেটা সম্ভব হয়েছে কেবল পত্রিকার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গের নিরলস শ্রম ও মেধার সমন্বয়ে টিমওয়ার্কের জন্য। সর্বোপরি, পত্রিকার সম্পাদকম-লীর সভাপতি ও প্রকাশক দানবীর ড.রাগীব আলীর ঐকান্তিক প্রচেষ্টায় পত্রিকার নিরবচ্ছিন্ন প্রকাশনা অব্যাহত রয়েছে। শুভাকাক্সিক্ষমহল আগামিতেও পাশে থাকলে এই ধারা কখনও রুদ্ধ হবে না।