কোম্পানীগঞ্জে ম্যাজিস্ট্রেটের অভিযানে বাধা, ধস্তাধস্তি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৩, ৫:০৫:৪০ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জে চোরাইকৃত সাদা পাথর জব্দ ও নৌকা ভাঙতে গিয়ে হিজড়াদের বাধার মুখে পড়েন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিক আল শাফিন। গতকাল সোমবার বিকেল ৬টায় ধলাই নদীর দয়ারবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এসময় ঘটনার ভিডিও চিত্র ধারণ করছিলেন স্থানীয় কয়েকজন যুবক। তাদের একজনকে আটক করতে গেলে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট ও তার লোকদের সাথে স্থানীয়দের ধস্তাধস্তির অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অভিযান চলাকালীন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোন সদস্য ছিলেন না।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের দাবি, দয়ারবাজার সংলগ্ন ঘাটে রাখা বারকি নৌকা ভাঙতে শুরু করেন ম্যাজিস্ট্রেট। এসময় স্থানীয় কয়েকজন হিজড়া নৌকাগুলো তাদের বলে দাবি করেন এবং ভাঙতে বারণ করেন। একপর্যায়ে তারা ম্যাজিস্ট্রেটের সাথে অসদাচরণ করেন। ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও করছিলেন কয়েকজন যুবক। তাদের একজনকে ধরতে গিয়ে ওই ম্যাজিস্ট্রেট হাঁটু সমান পানিতে পড়ে আহত হন বলে প্রত্যক্ষদর্শী একটি সূত্র জানায়। পরে আটক ওই যুবককে ছাড়াতে গিয়ে স্থানীয়দের সাথে ম্যাজিস্ট্রেটের ধস্তাধস্তির ঘটনাটি ঘটে।
এ বিষয়ে জানতে এসিল্যান্ড সাদিক আল শাফিনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুসিকান্ত হাজং বলেন, সাদা পাথর পর্যটন স্পট থেকে চোরাইকৃত পাথর দয়ারবাজার সংলগ্ন একটি ঘাটে স্তূপ করে রাখা হয়েছে। স্থানীয় সূত্রে পাওয়া এমন তথ্যের ভিত্তিতে এসিল্যান্ড সেখানে অভিযান চালান। এসময় কিছু লোক সরকারি কাজে বাধা দেন। এখানে ধস্তাধস্তি বা হামলার মতো কোন ঘটনা ঘটেনি বলে দাবি করেন ইউএনও। তিনি বলেন, বাধাদানকারী কয়েকজনের নাম-পরিচয় সংগ্রহ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তিন-চারজনের নামে মামলা প্রক্রিয়াধীন। তিনি জানান, অভিযানের সময় এসিল্যান্ডের সাথে পুলিশের কোন সদস্য ছিলো না।