জৈন্তাপুর ও গোয়াইনঘাটে পৃথক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণমন্ত্রী
দেশের উন্নয়নকে এগিয়ে নিতে আ’লীগ সরকারের বিকল্প নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৩, ৪:৪০:২২ অপরাহ্ন
ডাক ডেস্ক : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, দেশের চলমান উন্নয়নকে আরও এগিয়ে নিতে হলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সরকার দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে তৃণমূল পর্যায়ে অনেক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। সরকার পিছিয়ে পড়া চা-জনগোষ্ঠীর কল্যাণে নানভাবে সহায়তা দিয়ে আসছে।
তিনি গতকাল মঙ্গলবার জৈন্তাপুরে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও গোয়াইনঘাট এবং জৈন্তাপুরের জটিল রোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদানের পৃথক চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মন্ত্রী ইমরান আহমদ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব সরকার প্রধান। তিনি দুস্থ-অসহায় মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্তা, দুস্থ, বিধবা, অসহায়, বীর মুক্তিযোদ্ধা থেকে শুরু করে এমন কোনও জায়গা নেই যেখানে বঙ্গবন্ধুকন্যা তার মমত্বের হাত বাড়িয়ে দেননি।
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ গতকাল মঙ্গলবার সকালে জৈন্তাপুর মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত চা-শ্রমিক ও বিভিন্ন জটিল ও ক্যানসার রোগে আক্রান্ত রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) রিপামণি দেবী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) অলক কান্তি শর্মা, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক, জৈন্তিয়া ১৭পরগণা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শাহেদ আহমদ। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে ৩০ জন জটিল ক্যানসার রোগীকে ৫০ হাজার টাকা করে অনুদান, ৮৮৬ জন চ-শ্রমিকদের মধ্যে ৫ হাজার টাকা করে সহায়তাসহ অন্তত ৫৬ লক্ষ টাকা বিতরণ এবং চা-শ্রমিকদের মধ্যে দু’টি বসত বাড়ির চাবি হস্তান্তর করেন।
গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, গোয়াইনঘাটের ৩৩ জন রোগীর মধ্যে প্রধানমন্ত্রীর অনুদানের ৫০ হাজার করে সাড়ে ১৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে গতকাল মঙ্গলবার। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে. এম. নজরুল, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, আব্দুল হক, মুসলিম উদ্দিন ভূঁইয়া, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, মামুন পারভেজ, এম নিজাম উদ্দিন, শাহাব উদ্দিন শিহাব, গোলাম রব্বানী সুমন, লোকমান হোসেন, মিনহাজ উদ্দিন, মোহাম্মদ লোকমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, সদস্য লুৎফুল হক, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমেদ, ছাত্রলীগ সভাপতি সুফিয়ান আহমেদ, সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব প্রমুখ।